Friday, November 12, 2021

 গত ১২ ই নভেম্বর ২০২১ ইং রোজ শুক্রবার গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর বার্ষিক মূল্যায়ন ও পুরষ্কার বিতরণ  অনুষ্ঠান গ্রামাউস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গ্রামাউস এর ২০২০-২১ অর্থ বছরের শাখা ভি্ত্তিক সার্বিক মূল্যায়নে পুরষ্কারপ্রাপ্ত দের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামাউস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল খালেক, পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান, উপপরিচালক আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান, সহকারী পরিচালক মোঃ জহুরুল হক, গ্রামাউস মডেলএকাডেমীর প্রধান শিক্ষক আশরাফুন নাহার, সহ গ্রামাউস এর সকল উর্ধ্বতন কম́কর্তাবৃন্দ।
Monday, October 18, 2021

শেখ রাসেল দিবস -21 উদযাপন

  ১৮ সেপ্টেম্বর ২১ তারিখ গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ এর উদ্যেগে গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচির শাখা অফিসে শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃফজলুর রহমান, পরিচালক,গ্রামাউস, প্রধান কার্যালয়, ময়মনসিংহ ও দীপেন ভদ্র, প্রোগ্রাম ম্যানেজার,গ্রামাউস,ফুলপুর।Wednesday, September 1, 2021

গত 16 ই  আগষ্ট  গ্রামাউস এর বার্ষিক সাধারণ পরিষদ সভা -২০২১ অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ গ্রহণকারী সকলকে গ্রামাউস এর পক্ষ থেকে ধন্যবাদ।Tuesday, August 17, 2021

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ

 গ্রামাউস এর উদ্যোগে গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচি নগুয়া,ফুলপুর, ময়মনসিংহ অফিসে গত ১৫ আগষ্ট ২০২১ - "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।" অফিস আঙ্গিনায় বৃক্ষ রোপন সহ সমিতির সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামাউস এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোঃ আব্দুল খালেক স্যার,পরিচালক মহোদয় জনাব মোঃ ফজলুর রহমান স্যার,উপ-পরিচালক মহোদয় জনাব মোঃ হাবিবুর রহমান স্যার এবং আঞ্চলিক ব্যবস্থাপক দীপেন ভদ্র ।