Thursday, May 23, 2019

প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি-গ্রামাউস এর জীবন রাঙ্গানো প্রকল্প

দারিদ্র্যের বহুমাত্রিকতা বিবেচনা করে পল্লী কর্ম সহায়ক ফ্উা-েশণ (পিকেএসএফ) বিভিন্ন অন্তভূক্তিমূলক সেবা প্রদানের মাধ্যমে এর কার্যক্রমকে আরো বিন্যস্ত করেছে । মানুষকে কেন্দ্র করে মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এনজিও সমূহের মাধ্যমে মানবসেবা মূলক এই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।



তারই ধারাবাহিকতায় প্রবীনদের মর্যাদাপূর্ন , দারিদ্রমুক্ত ও নিরাপদ জীবন নিশ্চিত করতে জাতীয় প্রবীন নীতিমালা ২০১৩ এর সাথে সঙ্গতী রেখে পিকেএসএফ এর সহায়তায় গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এর কাজ শুরু করেছে।
কর্মসূচির আওতায় কর্মএলাকায় বাছাইকৃত প্রবীনদের নিয়ে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম প্রবীন কমিটি গঠন, সামাজিক কেন্দ্র স্থাপন, বিমষ প্রবীন ভাতা, নিঃস্ব প্রবীণের নিজ ভূমে নিবাস, প্রবীন স্বাস্থ্যসেবা, শ্রেষ্ঠ প্রবীণ সম্মামনা, বিশেষ ঋণ সুবিধা ও প্রশিক্ষণ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

No comments:

Post a Comment